স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ২১ জানুয়ারি: খুনের আসামী জনরোষের শিকার প্রাণ বাঁচাতে আশ্রয় নিল থানায়। ঘটনার বিবরণে জানা যায়, গত ২০২১ সালে রামনগর পুলিশ ফাঁড়ির অন্তর্গত দুর্গা চৌমুহনী ব্রিজ সংলগ্ন এলাকায় বিশাল দাস নামে এক যুবক বিজয় দাস নামে এক যুবককে খুন করেছিল। তারপর তাকে পুলিশ আটক করে। এবং কয়েক বছর জেল খেটে জামিনে মুক্তি পায় সে।
সোমবার রাতে এলাকায় মদমত্ত অবস্থায় যায় সে। এলাকাতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে, তখন এলাকার জনগণ তাকে আটক করে এলাকাবাসী। তারপর সে পালিয়ে দুর্গা চৌমুহনী পুলিশ ফাঁড়িতে গিয়ে প্রাণ বাঁচায়। এবং পুলিশ তাকে আটক করে। এলাকাবাসীর থেকে ঘটনার বিবরণ জানে পুলিশ। এলাকাবাসীর দাবি তাকে যেন আর জেল থেকে মুক্তি না দেওয়া হয়। সে মুক্তি পেলে আরো এমন ঘটনা ঘটাতে পারে বলে অভিমত এলাকাবাসীর।