স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ২১ জানুয়ারি: বিদ্যুৎ দপ্তরের অধীনে থাকা এক ঠিকাদারের কাজ করতে গিয়ে গাড়ি উল্টে মৃত্যু এক শ্রমিকের। কুমারঘাট থানার অধীন বেতছড়া এলাকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। একটি মালবাহী বোলেরো গাড়ি উল্টে ৫০ উর্দ্ধ এক শ্রমিকের মৃত্যু হয়। তার নাম কলিকুমার ত্রিপুরা। বাড়ি লংতরাই ভেলি মহকুমার জামিরছড়া এলাকায়।
এলাকাবাসী সঙ্গে সঙ্গে খবর পাঠায় অগ্নি নির্বাপক দপ্তরে। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় এই শ্রমিককে উদ্ধার করে কুমারঘাট মহাকুমা হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করে মৃত বলে ঘোষণা করে। জানা গেছে বিদ্যুৎ দপ্তরের কাজের অধীনে থাকা এক দীপক সাহা নামের এক ঠিকেদার তার ব্যক্তিগত কাজের সাইটে মালবাহি বোলেরো গাড়িতে করে মালপত্র নিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। এতে আরো ১ শ্রমিক ও আহত হয়। তার পাশাপাশি গাড়িতে থাকা চালক এবং অন্যান্য শ্রমিকরা অল্পতে রক্ষা পেয়ে যায়। এলাকা জুড়ে শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যেই গভীর শোকার ছায়া নেমে আসে । মৃতদেহ কুমারঘাট হাসপাতাল থেকে ফটিকরায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের হাসপাতাল মর্গে নিয়ে আসা হয় ময়নাতদন্তের জন্য ।