স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ২০ জানুয়ারি : শিক্ষক সঙ্কট নিরসন করা, সরকারি বিদ্যালয় বন্ধ না করা, সরকারি বিদ্যালয়ে পড়াশোনা করার ক্ষেত্রে ব্যয় কমানো সহ বিভিন্ন দাবি চিহ্নিত করে রাস্তায় নামলো বাম ছাত্র সংগঠন। সোমবার রাজধানীর প্যারাডাইস চৌমুহনি এলাকায় হয় এই বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করে এস এফ আই এবং টি এস ইউ -র সদর ও ডুকলি বিভাগীয় কমিটি। উপস্থিত ছিলেন এসএফআই রাজ্য কমিটির সম্পাদক সন্দীপন দেব। তিনি বলেন, শিক্ষা বাঁচাতে এস এফ আই এবং টি এস ইউ সুনির্দিষ্ট পাঁচটি দাবিকে চিহ্নিত করে আজকের বিক্ষোভ মিছিল সংঘটিত করছে। কারণ রাজ্যে বিদ্যালয়গুলির মধ্যে শিক্ষক সংকট চরম আকার ধারণ করেছে।
শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে। তাই অবিলম্বে রাজ্যের শিক্ষকের শূন্যপদ পূরণ করার জন্য দাবি জানানো হচ্ছে। অপরদিকে রাজ্যের সরকারি বিদ্যালয় সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে। ছাত্র-ছাত্রীদের স্বার্থের কথা চিন্তা করে কোনভাবেই সরকারি বিদ্যালয় বন্ধ করা যাবে না। অপরদিকে ছাত্র-ছাত্রীদের স্টাইপেন্ড পেতে সমস্যা হচ্ছে। ছাত্র ছাত্রীদের দুর্ভোগ কমাতে নিয়মিত সঠিক সময়ে যাতে স্টাইপেন্ড দেওয়া হয়, অপরদিকে সরকারি বিদ্যালয়গুলির মধ্যে ছাত্র-ছাত্রীদের দিন দিন ব্যয় বাড়ছে। সবার জন্য শিক্ষা সুনিশ্চিত করতে সরকারকে ব্যবস্থা নিতে হবে।
পাশাপাশি মূল দাবি হলো রাজ্যে বিদ্যারজ্যোতি প্রকল্প বাতিল করতে হবে। এ প্রকল্পের দ্বারা ছাত্র-ছাত্রীদের পড়াশোনার মান উন্নত হয়নি। তাই অবিলম্বে এই প্রকল্প বাতিল করার দাবি করা হচ্ছে সরকারের উদ্দেশ্যে। তিনি আরো বলেন, আজকের আন্দোলনের মধ্য দিয়ে দাবি গুলি পূরণ হবে না। তাই সারা রাজ্য জুড়ে আন্দোলন গড়ে তুলবে বাম ছাত্র সংগঠন। প্রয়োজনে এক জোটে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের নিয়ে আন্দোলন গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করছে বলে জানান তিনি। এদিন মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শিক্ষা ভবন পর্যন্ত যায়। সেখানেও বিক্ষোভ প্রদর্শন করে তারা।