স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ২০ জানুয়ারি : প্রত্যাশার অবসান। সোমবার সকাল থেকেই পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী প্রদেশ বিজেপি -র জেলা সভাপতিদের নাম ঘোষণা হয়। এদিন সকালে খয়েরপুর স্থিত প্রদেশ বিজেপি -র সদর গ্রামীন জেলা কার্যালয়ে গিয়ে খাম খুলে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সদর গ্রামীন জেলার নয়া সভাপতি নাম ঘোষনা করেন। মুখ্যমন্ত্রী নয়া নির্বাচিত সভাপতিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ভারতীয় জনতা পার্টি অন্যান্য রাজনৈতিক দল থেকে আলাদা। গত তিন মাস ধরে প্রদেশ বিজেপি -র নির্বাচনী উৎসব চলছে।
প্রথম পর্যায়ে বুথ সভাপতিদের নির্বাচন হয়েছে। তারপর মন্ডল সভাপতি নির্বাচিত হয়েছে। আজকে গোটা রাজ্যে ভারতীয় জনতা পার্টি জেলা সভাপতি নির্বাচিত হচ্ছে। প্রদেশ বিজেপির সদর গ্রামীন জেলা সভাপতি হয়েছেন গৌরাঙ্গ ভৌমিক। তিনি মজলিশপুর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন মন্ডল সভাপতি। মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করে বলেন, নয়া নির্বাচিত সভাপতি আগামী দিন সংগঠনের স্বার্থে কাজ করবে এবং সাধারণ মানুষের জন্য কাজ করবে। কারণ রাষ্ট্রবাদী চিন্তাধারা নিয়ে বিজেপি দল পরিচালিত হয়। তাই আগে রাষ্ট্র, তারপর দল এবং ব্যক্তি। আগামী দিন এই জেলা সভাপতিদের দায়িত্ব হবে অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারি সুবিধা পৌঁছে দেওয়া। এবং মানুষের কাছে যাওয়ার আগে মনে রাখতে হবে সরকারের নীতি এবং দলের নীতি যাতে এক রেখে কাজ করার। এদিন অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী সুশান্ত চৌধুরীও নবনির্বাচিত সভাপতি গৌরাঙ্গ ভৌমিককে অভিনন্দন জানিয়েছেন। আগামী দিন সদর গ্রামীণ জেলা সভাপতি হিসেবে তিনি সঠিকভাবে দায়িত্ব পালন করবে বলে অভিমত ব্যক্ত করেন।