স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ২০ জানুয়ারি : পুলিশ সপ্তাহ উপলক্ষে আজকের দিনের জন্য পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার হিসেবে নিয়োগ হলো ১৫ বছরের এক ছাত্রী। নাম তপশ্রী চক্রবর্তী। বাড়ি সাধুটিলা এলাকায়। সোমবার জেলা পুলিশ সুপারের গাড়ি দিয়ে সে পুলিশের সদর কার্যালয়ে আসে। তাকে দেখে অন্যান্য পুলিশ কর্মীরা স্যালুট দেন। পুলিশ সুপারের চেয়ারে বসে গোটা পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশের কাজকর্ম খতিয়ে দেখে একদিনের জন্য নিযুক্ত হওয়া স্কুল ছাত্রী।
পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপার জানান, সোমবার পশ্চিম ত্রিপুরা জেলার সমস্ত থানা এবং এসপি অফিসে ছাত্রছাত্রীদের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা এদিন অবগত হয় কিভাবে পুলিশ দায়িত্ব পালন করে এবং তাদের রুটিন মাফিক কি কাজ করতে হয়। তিনি আরো বলেন, বহু ছাত্র-ছাত্রী ছোটবেলা থেকে স্বপ্ন থাকে পুলিশ হওয়ার। আজকে তাদের সেই সুযোগ দেওয়া হয়েছে। এতে করে ছেলে মেয়েদের মধ্যে আরও বেশি উৎসাহ আসবে।
ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, তারা যাতে নেশা থেকে দূরে থাকে এবং তাদের ব্যক্তিগত ও অভিভাবকদের স্বপ্ন পূরণের জন্য ভালো করে পড়াশোনা করে। এদিন পশ্চিম জেলার বিভিন্ন থানায় ওসির চেয়ারে বসে মামলা লিখে বিদ্যালয়ের এক ছাত্র। এ ধরনের উদ্যোগ নেওয়ার পেছনে মূলত কারণ হলো পুলিশের কাজ সম্পর্কে যাতে ছেলে মেয়েরা অবগত থাকে। বিশেষ করে কোন ঘটনা ঘটার পর তারা যাতে আইন হাতে তুলে না নেয় এবং পুলিশের কাজে সমস্ত সহযোগিতা করে। এমনটাই ধারণা নিয়ে ব্যতিক্রমী কর্মসূচি পালন করছে রাজ্যের বিভিন্ন থানা।