স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ১৭ জানুয়ারি : শুক্রবার বড়দোয়ালি বিদ্যুৎ বিভাগে পিএম সূর্যঘর মুফত বিজলী যোজনার নাম নথিভুক্ত করনের বিশেষ শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ সহ অন্যান্যরা। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যুৎ সচিব অভিষেক সিং এবং ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর বিশ্বজিৎ বসু। মন্ত্রীর উদ্বোধনের পর থেকে শিবিরে উপড়ে পড়া লক্ষ্য করা যায়। দূরদূরান্ত থেকে মানুষ শিবিরের অংশ নিয়ে পি এম সূর্য ঘর মুফত বিজলি যোজনার বিভিন্ন সুবিধা ও অসুবিধা সম্পর্কে অবগত হন।
তাদের সাথে কথা বলেন মন্ত্রী রতন লাল নাথ। তারপর মন্ত্রী রতন লাল নাথ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আত্মনির্ভর হওয়ার জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ সুযোগ হলো সূর্যঘর মুফত যোজনা। গ্রাহকরা এই সুযোগ নিয়ে বিনামূল্যে বাড়িতে বিদ্যুৎ পাবে এবং প্রয়োজনে অতিরিক্ত বিদ্যুৎ বিক্রিও করতে পারবে। এই সুযোগ সকলকে গ্রহণ করার জন্য আহ্বান জানান মন্ত্রী রতনলাল নাথ। তবে ঢাকঢোল পিটিয়ে মন্ত্রী পিএম সূর্যঘর মুফত বিজলী যোজনার প্রচার করে চলেছেন। বিভিন্ন এলাকায় গিয়ে মন্ত্রী নিজে উৎসাহিত করছেন সাধারণ জনগণকে। এই প্রকল্পের সুবিধা নিয়ে মানুষ অনেকটাই দ্বিধাগ্রস্ত। কারণ মোটা অংকের বিনিময়ে এই সুবিধা নিতে ইচ্ছুক নয় অনেকেই। যদিও সরকার তাতে সহযোগিতা করতে আগ্রহী। তারপরেও ব্যাংক থেকে ধার দেনা করে এর সুযোগ গ্রহণ করার পর যদি লাভের মুখ দেখতে না পান তাহলে অনেকটাই বিপাকে পড়তে হবে গ্রাহকদের। তখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা হবে।