স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ১৭ জানুয়ারি : পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার এক যুবকের পচা গলা মৃতদেহ। ঘটনা বিশালগড় থানার অন্তর্গত পূর্ব গকুলনগর ভুইয়ার মাথা এলাকায়। মৃত যুবকের নাম বাদল চন্দ্র সরকার। সে মানসিক ভারসাম্যহীন ছিল। জানা যায় মানসিক ভারসাম্যহীন বাদল চন্দ্র সরকার এলাকায় প্রায় সময় ঘুরা ঘুরি করত। শুক্রবার সকালে পূর্ব গোকুলনগর ভূঁইয়ার মাথা এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে পচা দুর্গন্ধ ছড়াতে থাকে এলাকায়।
তখন স্থানীয় লোকজন দুর্গন্ধের উতসস্থল খুজতে বের হয়। তখনই এলাকার লোকজন পরিত্যক্ত বাড়িতে মানসিক ভারসাম্যহীন বাদল চন্দ্র সরকারের পচাগলা মৃতদেহ দেখতে পায়। এলাকার লোকজন খবর দেয় বিশালগড় থানার পুলিশকে। বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত বাদল চন্দ্র সরকারের পচাগলা মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বিশালগড় থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।পুলিশের প্রাথমিক ধারনা দুই থেকে তিন দিন পূর্বে বাদল চন্দ্র সরকারের মৃত্যু হয়েছে।