Wednesday, March 27, 2024
বাড়িরাজ্যকংগ্রেসের মেহেঙ্গাই মুক্ত ভারত কর্মসূচি

কংগ্রেসের মেহেঙ্গাই মুক্ত ভারত কর্মসূচি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ এপ্রিল : দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কংগ্রেস মেহেঙ্গাই মুক্ত ভারত কর্মসূচি হাতে নিয়ে মঙ্গলবার আগরতলা শহরে বিক্ষোভ মিছিল সংঘটিত করে। প্রদেশ কংগ্রেস ভবন থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা।

তিনি বলেন, পেট্রোল ডিজেল নিত্য প্রয়োজনীয় সামগ্রী এবং জীবনদায়ী ওষুধের মূল্য ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে। প্রতিনিয়ত এইগুলি মূল্য বৃদ্ধি পাচ্ছে। সারাদেশের মানুষের নাভিশ্বাস উঠে গেছে। তাই কংগ্রেস সারাদেশব্যপী আন্দোলনে নেমেছে। ত্রিপুরা রাজ্য এই আন্দোলন ধারাবাহিকভাবে অব্যাহত রাখা হচ্ছে। যতক্ষণ না পর্যন্ত কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার পেট্রোল-ডিজেলের এবং দ্রব্য মূল্য হ্রাস করতে উদ্যোগ গ্রহণ করবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন জারি থাকবে বলে মিছিল থেকে কড়া হুঁশিয়ারি দিলেন আশীষ কুমার সাহা। শ্রী সাহা আরো বলেন, বর্তমান সরকারটা একটা ব্যর্থ সরকার হিসেবে দেশ এবং রাজ্যে দায়িত্ব পালন করে চলেছে। সরকারের প্রশাসনিক কোন দৃষ্টিভঙ্গি নেই। এই অপশাসন থেকে মানুষকে মুক্ত করতে রাজ্যের মানুষের কাছে প্রদেশ কংগ্রেসের আহব্বান যেন রাস্তায় নেমে প্রতিবাদ সংঘটিত করে। নয়তো সরকার নিশ্চুপ ভাবে দ্রব্যমূল্য ক্রমবর্ধমান বৃদ্ধি করে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। আরো বলেন বর্তমান সরকার ডাবল ইঞ্জিনের কথা বলে ডাবল ফেইল ইউর সরকার হয়ে গেছে। তাই এই সরকারকে বিদায় দিতে মানুষকে এগিয়ে আসতে হবে বলে অভিমত ব্যক্ত করেন আশীষ কুমার সাহা। এদিন মিছিলের এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী লক্ষ্মী নাগ সহ সদর জেলা কংগ্রেস সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য