স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ এপ্রিল : ২৩ -এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের প্রতিনিয়ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসছেন। খতিয়ে দেখছেন রাজ্যে উন্নয়নের পরিকাঠামো এবং সরকারি প্রকল্পের বাস্তবায়নের দিক।মঙ্গলবার রাজ্যে সফরে এলেন কেন্দ্রীয় সংখ্যা লঘু বিষয়ক প্রতিমন্ত্রী জন বার্লা।
এম বি বি বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বিজেপি-র রাজ্য সাধারন সম্পাদক টিঙ্কু রায়। পরে রাজ্য সফর প্রসঙ্গে বলতে গিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা জানান সংখ্যা লঘু বিষয়ক মন্ত্রক সংখ্যা লঘুদের উন্নয়নে একাধিক কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী মন্ত্র সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস ও সবকা প্রয়াস। প্রতিটি রাজ্যে সংখ্যা লঘুদের জন্য কাজ চলছে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে। এই প্রকল্প গুলিকে বেশির ভাগ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্য নিয়েই তাঁর রাজ্য সফর। সংখ্যা লঘুদের জন্য হেলথ সেন্টার, কমিউনিটি হল, কোচিং সেন্টার সহ একাধিক পরিকল্পনা আছে। মানুষের সঙ্গে আলোচনা করে তার সুবিধা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে বলে জানান তিনি।