Tuesday, April 16, 2024
বাড়িরাজ্যসাংসদদের পৌরহিত্যে দিশার বৈঠক

সাংসদদের পৌরহিত্যে দিশার বৈঠক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ এপ্রিল : সোমবার জেলা উন্নয়ন কোরডিনেশন এন্ড মনিটরিং কমিটি অর্থাৎ দিশার বৈঠক অনুষ্ঠিত হয়। পশ্চিম জেলার জেলা শাসকের কনফারেন্স হলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরহিত্য করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এইদিনের বৈঠকে জেলার বিভিন্ন উন্নয়ন মূলক কাজের বিষয়ে আলোচনা হয়।

এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক জানান জেলা ভিত্তিক দিশার বৈঠক করার জন্য দেশের প্রধানমন্ত্রী বিভিন্ন সাংসদদের নির্দেশ দিয়েছেন। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প গুলির অগ্রগতির বিষয় নিয়ে এইদিন পর্যালোচনা হয়েছে। বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে এইদিন আলোচনা হয়েছে। আগামিদিনের জন্য এইদিনের বৈঠকে লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আরও জানান প্রধানমন্ত্রী সাংসদদের নির্দেশ দিয়েছেন তাদের নিজ নিজ এলাকায় ৭৫ টি নতুন জলাশয় খনন কিংবা পুরাতন জলাশয় সংস্কার করার জন্য রেগার মাধ্যমে। এই বিষয়টিকে এইদিনের বৈঠকে অগ্রাধিকার দিয়ে আলোচনা করা হয়েছে। এইদিনের বৈঠকে বেশকিছু লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। সেই লক্ষ্যমাত্রা অনুযায়ী কতটা কাজ হয়েছে তার বিষয়ে তিন মাস পর পুনঃরায় পর্যালোচনা বৈঠক করা হবে বলে জানান তিনি। এদিন বৈঠকে এছাড়াও উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বিধায়ক ডাঃ দিলীপ দাস, বিধায়ক রেবতি দাস, খাদি বোর্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র, পশ্চিম জেলার জেলা শাসক, জেলা সভাধিপতি সহ পশ্চিম জেলার বিভিন্ন মহকুমার মহকুমা শাসক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য