স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ এপ্রিল : সোমবার থেকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের টার্ম টু মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা চলবে আগামী ৬ মে পর্যন্ত। এবছর মাধ্যমিক পরীক্ষার্থী ৪৩ হাজার ২৯৪ জন। এদিন পরীক্ষায় বসে ৪২০৩৩ জন।
রাজ্যের মোট ৭৭ কেন্দ্রের আওতাধীন ১৬৭ টি বিদ্যালয় পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। ৫০ নম্বরের পরীক্ষা হয় এদিন। দুপুর ১২ টা থেকে পরীক্ষা শুরু হয়। পরীক্ষাকে কেন্দ্র করে কোনো ধরনের অনিয়মের অভিযোগ নেই। শান্তিপূর্ণভাবে চলছে পরীক্ষা গ্রহন প্রক্রিয়া।