Friday, June 13, 2025
বাড়িরাজ্যরক্তদান শিবিরে এগিয়ে আসতে আহ্বান মেয়রের

রক্তদান শিবিরে এগিয়ে আসতে আহ্বান মেয়রের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ ডিসেম্বর : নির্বাচনের কারণে রক্তের সংকট দেখা দেয় ব্ল্যাড ব্যাংক গুলির মধ্যে। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বিভিন্ন এনজিও সংগঠন, সামাজিক সংস্থা সহ সমস্ত অংশে মানুষকে রক্তদান শিবিরে এগিয়ে আসার জন্য আহ্বান করেছিলেন। মুখ্যমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে রাজ্যের বারোটি সরকারি ব্লাড ব্যাংকের রক্তের চাহিদা মেটাতে বিভিন্ন এনজিও সংগঠন এবং সামাজিক সংস্থা এগিয়ে এসেছে।

একই সাথে অঙ্গ সঞ্চালনী ক্লাব এগিয়ে এসেছে। তাই আজকে যে রক্তদান শিবির এবং স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। রবিবার রাজধানী অঙ্গ সঞ্চালনী ক্লাব প্রঙ্গনে আয়োজিত রক্তদান শিবিরে অংশ নিয়ে এই কথা বললেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি আরো বলেন, উদ্যোক্তারা শুধু রক্তদান ও স্বাস্থ্য শিবিরে সীমাবদ্ধ নয়। সারা বছরই তারা খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। মেয়র রক্তদান সম্পর্কে আরো বলেন, রক্তের বিকল্প নেই, যারা আজ রক্তদান করছে তারা শ্রেষ্ঠ মানব ধর্ম পালন করছে। আয়োজিত রক্তদান শিবিরে রক্তদাতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। রক্তদাতা দের সাথে কথা বলে তাদের উৎসাহিত করেন মেয়র। সঙ্গে উপস্থিত ছিলেন এলাকার কাউন্সিলর সহ ক্লাবের বিভিন্ন পদাধিকারীরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য