স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ ডিসেম্বর : প্রতিমাসে শেষ রবিবার প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান হয়। অত্যন্ত উৎসাহের মাধ্যমে এই মন কি বাত অনুষ্ঠান শোনেন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা। রবিবার রামনগর মন্ডল কার্যালয়ে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাত অনুষ্ঠান শোনেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। বিধায়কের সাথে ছিলেন মন্ডল সভাপতি সহ বিভিন্ন বুথ সভাপতি।
মন কি বাত অনুষ্ঠান দেখার পর মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন ম্যালেরিয়ার বিরুদ্ধে সরকারের যে লড়াই চলছে সেটা আশি শতাংশ সফল হয়েছে। এটা সম্ভব হয়েছে জনগণকে সতর্ক করার মাধ্যমে। পাশাপাশি তিনি ক্যান্সার রোগ নিয়ে অবগত করেছেন। কিভাবে আগে থেকে সতর্ক থাকলে ক্যান্সার রোগ থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়া তিনি বলেছেন যুবদের সর্বক্ষেত্রে বিশেষ হারে উপস্থিত হওয়ার জন্য। তাহলে দেশ এবং রাজ্য এগিয়ে যাবে বলে প্রধানমন্ত্রীর অভিমত।