Thursday, January 23, 2025
বাড়িরাজ্যবিভিন্ন দাবিতে রাজধানীর হাঁপানিয়াতে বিক্ষোভ কর্মসূচি বাম যুব সংগঠনের

বিভিন্ন দাবিতে রাজধানীর হাঁপানিয়াতে বিক্ষোভ কর্মসূচি বাম যুব সংগঠনের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ ডিসেম্বর : কর্মসংস্থানের ব্যবস্থা করা, আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করা, নেশার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার দাবিতে ডিওয়াইএফআই ডুকলি বিভাগীয় কমিটির উদ্যোগে এক বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করা হয়। রবিবার হাপানিয়া এলাকায় হয় এই বিক্ষোভ কর্মসূচি। পাশাপাশি একটি বিক্ষোভ মিছিল সংঘটিত হয়। উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিমগ্নরাজ ভট্টাচার্য, ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক নবারুণ দেব সহ অন্যান্যরা।

ডি ওয়াই এফ আই সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিমগ্নরাজ ভট্টাচার্য জানান, ২০১৮ সালে দেশের অন্যান্য রাজ্যের মত ত্রিপুরার মানুষকে বিভ্রান্ত করে সরকারে প্রতিষ্ঠিত হয়েছে বিজেপি। কিন্তু ক্ষমতা দখলের ছয় বছরে মানুষের কোন সমস্যাই তারা সমাধান করছে না। রাজ্যের বেকাররা কর্মসংস্থানের অভাবে ভুগছে। কেউ কেউ বেকার যন্ত্রণায় পরিযায়ী শ্রমিক হয়ে দেশের বাইরে চলে যাচ্ছে। সেখান থেকে রাজ্যের বুকে আবার কফিনবন্দি দেহ ফিরে আসছে তাদের।

আবার কেউ কেউ নেশায় আসক্ত হয়ে বিপথে পরিচালিত হচ্ছে। এমন অবস্থায় রাজ্যের মানুষ বর্তমান সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুসছে।‌ এবং মানুষ দিন গুনছে এ সরকারকে পরাস্ত করে রাজ্যের বুকে আবারো বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত করার। কারণ ঘুরে দাঁড়ানো না গেলে ত্রিপুরাতে এ সরকার শেষ করে দেবে। এই সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করতে মতাদর্শকে শাণিত করে দাঁতে দাঁত চেপে আরো লড়তে হবে বলে জানান তিনি। এদিন মিছিলটি হাঁপানিয়া থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পরিক্রমা করে বাধারঘাট এলাকায় পৌঁছায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য