স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ এপ্রিল : অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার বটতলা বাজার থেকে দুই নেশাকারবারীকে আটক করল বটতলা ফাঁড়ির পুলিশ। অভিযানে নেশা সামগ্রী সহ আটক করা হয় দুই নেশা বিক্রেতাকে। ধৃতদের নাম মঙ্গলদ্বীপ বিশ্বাস ও সুজিত সাহাকে। তাদের একজনের বাড়ি ইন্দ্রনগর।
অপরজনের বাড়ি রামনগর ৫ নং এলাকায়। পুলিশ জানায় দীর্ঘ দিন ধরে তারা বাজারে নেশা সামগ্রী বিক্রি করছিল। তাদের কাছ থেকে হেরোয়িন পাওয়া গেছে। উদ্ধার হয়েছে ২০,৫০০ টাকা, দুটি মোবাইল ফোন। তাদের বিরুদ্ধে এন ডি পি এস অ্যাক্টে মামলা গ্রহণ করে পুলিশ। পুলিশ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। পুলিশের ধারণা তাদের সাথে জড়িত রয়েছে আরো নেশা কারবারি। জিজ্ঞাসাবাদে বাকি নেশায় কারবারিদের নাম উঠে আসে।