স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ এপ্রিল : ৬ এপ্রিল বিজেপি-র প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে গোটা দেশব্যাপী ৭ থেকে ২০ এপ্রিল পর্যন্ত কার্যক্রম হাতে নেওয়া হয়। তারই অঙ্গ হিসাবে সোমবার এডি নগর অরবিন্দ সংঘ এলাকায় স্বচ্ছ ভারত কর্মসূচী সংগঠিত করা হয়। স্বচ্ছ ভারত কর্মসূচীতে অংশ নেন প্রদেশ বিজেপি-র প্রদেশ সভাপতি তথা সাংসদ ডাঃ মানিক সাহা।
ছিলেন মণ্ডল সভাপতি সঞ্জয় সাহা, কর্পোরেটার অলোক রায় সহ অন্যান্যরা। সামাজিক ন্যায় পাক্ষিক শ্লোগানকে সামনে রেখে এই কর্মসূচী নেওয়া হয়েছে বলে জানান প্রদেশ সভাপতি। প্রধানমন্ত্রী যে সমস্ত প্রকল্প গুলি মানুষের জন্য করেছেন তা সঠিক বাস্তবায়িত হচ্ছে কিনা তা দেখার জন্য বেনিফিসেয়ারীদের সঙ্গে কথা বলে বিজেপি-র নেতৃত্ব। ২০১৪ সাল থেকে শুরু হওয়া স্বচ্ছ ভারত অভিযানের ধারা বজায় রাখতে এদিন পুর নিগমের ৩৯ নং ওয়ার্ডে এই কর্মসূচী সংগঠিত করা হয় বলে জানান তিনি।