স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ ডিসেম্বর : ২৫ ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মদিন। সমগ্র দেশের সাথে রাজ্যেও পালন করা হয় প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ১০০ তম জন্মদিন। এদিন মূল অনুষ্ঠানটি হয় প্রদেশ বিজেপি কার্যালয়ে। দিনটিকে যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী বিকাশ দেববর্মা সহ অন্যান্যরা।
উপস্থিত সকলে প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর প্রতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানান ভারতীয় জনতা পার্টির রচয়িতা ছিলেন অটল বিহারী বাজপেয়ী। তাঁর জন্মদিনটিকে বিজেপি দলের পক্ষ থেকে সুশাসন দিবস হিসাবে পালন করা হয়। আগামী এক বছর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সুশাসন দিবস পালন করা হবে। অটল বিহারী বাজপেয়ীর কর্ম জীবনের বিষয়ে মানুষের সামনে তুলে ধরা হবে বলে জানান তিনি।