স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ ডিসেম্বর : প্রতিবছরের মতো এবছরও রাজধানীর ধলেশ্বর স্থিত প্রান্তিক ক্লাবের উদ্যোগে প্রান্তিক উৎসবের আয়োজন করা হয়। বুধবার প্রান্তিক ক্লাব প্রাঙ্গণে প্রদীপ প্রজ্জ্বলন করে প্রান্তিক উৎসবের সূচনা করেন সাংসদ রাজীব ভট্টাচার্য। উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী, প্রান্তিক উৎসব কমিটির চেয়ারম্যান ডাক্তার প্রদীপ ভৌমিক সহ অন্যান্যরা। এক দশক ধরে ২৫ ডিসেম্বর প্রান্তিক উৎসব শুরু হয়। এই প্রান্তিক উৎসবের পরিধি দিন দিন বাড়ছে। এ বছর প্রান্তিক উৎসবের থিম হলো “আমার ত্রিপুরা ড্রাগ মুক্ত ত্রিপুরা, আমার ত্রিপুরা সুস্থ ত্রিপুরা।
প্রান্তিক উৎসবের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা শিবির অনুষ্ঠান করার উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, একটা সময় ক্লাবে ক্লাবে অস্ত্রের ঝলকানি দেখা যেত। তখন অস্ত্রের ঝলকানির প্রতিযোগিতা হতো ক্লাব গুলির মধ্যে। বর্তমানে তার পরিবর্তন হয়েছে। বর্তমানে সামাজিক কাজ করার ক্ষেত্রে ক্লাব গুলির মধ্যে প্রতিযোগিতা হয়। করোনার প্রকোপ চলাকালীন সময় প্রান্তিক ক্লাব মানুষের পাশে দাঁড়িয়েছে।
৫ দিন ব্যাপী প্রান্তিক উৎসব উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আমার ত্রিপুরা নেশা মুক্ত ত্রিপুরা এই শ্লোগানকে সামনে রেখে কর্মসূচি গুলিকে বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে প্রান্তিক ক্লাব। তার জন্য প্রান্তিক ক্লাবের সকলকে ধন্যবাদ জানান রাজীব ভট্টাচার্য। তিনি আরও বলেন নেশার হাত থেকে যুব সমাজকে রক্ষা করা বড় চ্যালেঞ্জ। সরকারের একার পক্ষে নেশা মুক্ত ত্রিপুরা গড়া সম্ভব নয়। নেশা মুক্ত ত্রিপুরা গড়ার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। আয়োজিত অনুষ্ঠানে অংশ নেয় এলাকার কচিকাঁচা, ছাত্র-ছাত্রী ও অভিভাবক সহ অন্যান্যরা।