স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ ডিসেম্বর : বিশালগড় নারাউড়া এলাকা থেকে উদ্ধার ফিশিং ক্যাট। বন দপ্তরের কর্মীরা ফিশিং ক্যাটটিকে উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় এক ব্যক্তি জানান বিগত কয়েক দিন ধরে তিনটি বাচ্চ সহ একটি বড় ফিশিং ক্যাটকে এলাকায় দেখতে পান ওনারা। এলাকার একটি বাসের ঝারে ফিশিং ক্যাট গুলি থাকত। বুধবার সকালে বাসের ঝাড়টি বিক্রয় হয়ে যায়। তারপর বাসের ঝাড়টিতে আগুন লাগিয়ে দেওয়া হয়।
বাসের ঝারে আগুন লাগিয়ে দেওয়ার পর ফিশিং ক্যাট গুলি বাসের ঝাড় থেকে বেরিয়ে যায়। বন দপ্তরের কর্মীরা ইতিপূর্বে দুই বার এলাকায় আসে। কিন্তু তারা ফিশিং ক্যাট গুলিকে আটক করতে পারে নি। এইদিন পুনঃরায় বন দপ্তরের কর্মীদের খবর দেওয়া হয়েছে। বন দপ্তরের কর্মীরা খবর পাওয়ার পর এলাকায় ছুটে যায়। এবং একটি ফিশিং ক্যাটকে আটক করতে সক্ষম হয়। তবে বাকি তিনটি ফিশিং ক্যাটকে আটক করতে পারে নি বন দপ্তরের কর্মীরা।