স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ ডিসেম্বর : বুধবার থেকে শুরু হল কুম্ভ মেলা। এই কুম্ভ মেলা রানীরবাজার কুম্ভ কালী মেলা প্রাঙ্গণে আটদিন ব্যাপী চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা। রাজ্য ও বহিঃরাজ্যের বহু সাধু সন্ত এই কুম্ভ মেলায় সামিল হয়েছেন। সাংসদ রাজীব ভট্টাচার্য জানান সনাতন ধর্মে কুম্ভের একটা মাহাত্ম রয়েছে। ত্রিপুরা রাজ্যের মতো একটা ছোট রাজ্যে কুম্ভ মেলার আয়োজন করা হয়েছে, তার জন্য রাজ্যবাসী সৌভাগ্যবান।
বহিঃরাজ্য থেকে সাধু সন্তরা এই কুম্ভ মেলায় সামিল হয়েছে। কুম্ভ মেলার মাধ্যমে ত্রিপুরা রাজ্যের নাম সমগ্র দেশের প্রচারে যাবে বলে আশা ব্যক্ত করেন তিনি। এদিকে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, ভারতবর্ষ সনাতনীদের বাস। বর্তমান সরকার গঠিত হওয়ার পর থেকে সনাতন ধর্মকে নিয়ে যেভাবে রাষ্ট্র নেতৃত্ব এবং রাজ্য স্তরের নেতৃত্ব সারা বিশ্বব্যাপী পচার ও প্রসার ঘটিয়েছে, তার দ্বারা প্রমাণ হয়েছে সনাতন ধর্ম হিন্দু ধর্ম-পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম।
ত্রিপুরা রাজ্যের দীর্ঘ ২৫ বছর এমন একটা সরকার ছিল যারা ধর্মের বিশ্বাস করত না। ২০১৮ সালে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সনাতন ধর্ম নিয়ে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনার প্রতিফলন হয়েছে রানীরবাজারের কুম্ভ মেলায়। এবার দ্বিতীয়বার এই কুম্ভ মেলার আয়োজন করা হয়। সারা দেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যায় নাগা সন্ন্যাসীরা উপস্থিত হয়। এই নাগাদ সন্ন্যাসীরা ত্যাগের প্রতীক। তিনি আরো জানান, এই কুম্ভ মেলায় শায়েস্তান ঘাটের ব্যবস্থা করে দেওয়ায় মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহাকে ধন্যবাদ জানানো হবে।