স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ ডিসেম্বর : বুধবার সকালে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের পক্ষ থেকে পঞ্চ পরিবর্তন যাত্রার আয়োজন করা হয়েছে। এই পঞ্চ পরিবর্তন যাত্রা অর্থাৎ দৌড় প্রতিযোগিতা শুরু হয় রাজধানীর উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে। উৎসাহিত যুবকরা এই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের অন্যতম নেতৃত্ব বি.কে রায় সহ অন্যান্যরা।
বিকে রায় আলোচনা করতে গিয়ে বলেন একটা সময় সমগ্র বিশ্বের মধ্যে নীতি ও আদর্শের জন্য মহা শক্তিশালী দেশ হিসাবে পরিচিত ছিল ভারত। বিদেশিদের আক্রমণের ফলে ভারত তার নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতিকে ভুলে গেছে। দেশ স্বাধীন হওয়ার পরও ভারত তার লক্ষ্যে পৌছাতে পারে নি। তাই দেশকে জাগ্রত করার জন্য পঞ্চ পরিবর্তন যাত্রার আয়োজন করা হয়েছে।