Friday, March 29, 2024
বাড়িরাজ্যআইজিএম হাসপাতালে শিশু বদলানোর অভিযোগ তুলে উত্তেজনা

আইজিএম হাসপাতালে শিশু বদলানোর অভিযোগ তুলে উত্তেজনা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ অক্টোবর। সন্তান বদলের অভিযোগ উঠল এবার আই জি এম হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে। রবিবার দুপুরে নবজাতক শিশু বদলানোর অভিযোগে হাসপাতালে উত্তেজিত হয়ে পড়ে শিশু পরিবার। শিশুর পরিবারের অভিযোগ, প্রসবের পর মৃত পুত্র সন্তান দেখানো হয়। অথচ রবিবার ছুটি দেওয়ার সময় রিপোর্টে উল্লেখ রয়েছে মেয়ে সন্তান প্রসব করেছেন সূর্যমনি ঋসিদাস। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে এই নিয়ে কথা বলে মহিলার পরিবারের সদস্যরা।

 কিন্তু কোন সদুত্তর দিতে পারেনি ডেলিভারী ওয়ার্ডের স্বাস্থ্য কর্মীরা। তাদের বক্তব্য প্রসবের পর মৃত পুত্র সন্তান হয়েছে বলে তাদের জানানো হয়। অথচ কাগজ পত্রে লেখা রয়েছে কন্যা সন্তানের জন্ম দিয়েছে সূর্যমনি ঋসিদাস। কাগজ অনুযায়ী তাদের সন্তান দেওয়ার দাবি জানায় পরিবারের সদস্যরা। সূর্যমনি ঋসিদাসের স্বামী নিরঞ্জন ঋসিদাস জানান শুক্রবার স্ত্রীকে নিয়ে আই জি এম হাসপাতালে আনেন। বিকালে ডেলিভারি হয়। সেই সময় পুত্র সন্তান দেখানো হয়েছে। অথচ ছুটি দেওয়ার সময় তাদের নজরে আসে রিপোর্টে উল্লেখ রয়েছে কন্যা সন্তানের জন্ম দিয়েছে স্ত্রী। এই ঘটনায় সন্তান বদলের অভিযোগ তুলেছে স্বামী নিরঞ্জন সহ পরিবারের সদস্যরা।

তাদের সন্তান তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানায়। হাসপাতাল কর্তৃপক্ষ কোন সদুত্তর দিতে না পাড়ায় থানায় মামলা করার সিদ্ধান্ত নেয় পরিবার। এদিকে ছুটির কাগজ না নিয়েই ওয়ার্ড থেকে বেড়িয়ে আসে সূর্যমনি ঋসিদাস। গোটা ঘটনায় সাময়িক উত্তেজনা দেখা দেয় আই জি এম হাসপাতাল চত্বরে। তাহলে প্রশ্ন উঠছে শিশুর পরিবারের পক্ষ থেকে যে অভিযোগটি তোলা হয়েছে সেই অভিযোগটি কি বাস্তবে সত্য ? নাকি মিথ্যা অভিযোগের মাধ্যমে কোন ফায়দা লুটার চেষ্টা করছে মৃতের পরিবার ? তবে হাসপাতালে শিশুর পরিবারের এ ধরনের অভিযোগ উঠে আসায় অন্যান্য গর্ভবতী মহিলাদের মধ্যে সংশয় দেখা দিয়েছে। কারন এ ধরনের অভিযোগ সম্প্রতি রাজ্যের আরো দু-একটি হাসপাতাল থেকে উঠে এসেছে। তবে বাস্তবে কতটা তদন্ত হচ্ছে তাই এখন বড় প্রশ্নের বিষয়। তবে এ বিষয়ে রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মানুষের মধ্যে। দাবি উঠছে এ ধরনের অভিযোগ অনুযায়ী রাজ্যের শিশু সুরক্ষা কমিশন সক্রিয় ভূমিকা পালন করা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য