স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ অক্টোবর : সাতসকালে যান দুর্ঘটনায় আহত তিন জন। ঘটনাটি ঘটে রবিবার সকাল ছয়টা নাগাদ বিশ্রামগঞ্জ ডনবস্কো কালী মন্দিরের সামনে। জানা গেছে এদিন জাতীয় সড়কের মধ্যে ব্রিজের মধ্যে টি আর ০১ ডব্লিউ ১৮৯১ নম্বরের একটি টাটা এইচ গাড়ি দ্রুতগতিতে গিয়ে ধাক্কা দেয়। এতে গাড়িতে থাকা তিনজন গুরতর আহত হয়।
আহতরা বিকাশ দাস, বাড়ি ভট্ট পুকুর এডি নগর এলাকায়, দ্বিতীয় মহাদেব রায় বাড়ি অশ্বিনী মার্কেট আমতলী এবং তৃতীয় রিপন বর্মন বাড়ি ভট্টপুকুর এডি নগর। প্রত্যক্ষদর্শীরা খবর দেয় দমকল কর্মীদের। দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে আহতদের বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে নিয়ে যায়। বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা সূচনীয় দেখে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়। তবে গাড়ি চালককের পায়ে এবং মাথায় গুরুতর আঘাত লেগেছে। এখানে দুর্ঘটনাকে নিয়ে এলাকাবাসীর মধ্যে সৃষ্টি হয় প্রশ্ন। কারণ বিশ্রামগঞ্জ থানার পুলিশ এলাকায় নাকার ব্যবস্থা না করায় এ ধরনের যান দুর্ঘটনা প্রায়ই ঘটে চলেছে এলাকায়। কারণ অধিকাংশ গাড়ি দেওয়ান বাজার এলাকা দিয়ে অস্বাভাবিক গতিতে ছুটে। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে গাড়ি গুলি।