Saturday, April 20, 2024
বাড়িরাজ্যপূর্ব থানায় বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস

পূর্ব থানায় বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ অক্টোবর : দশমীর রাতে রাম ঠাকুর সংঘ এলাকায় তৃণমূল কংগ্রেসের যুবনেতা শান্তনু সাহা দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হয়েছে। শান্তনু সাহার উপর আক্রমণের ঘটনায় পুলিশ এখনো কোনো তদন্ত করে নি বলে অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোমবার পূর্ব থানায় বিক্ষোভ দেখানো হয়। উপস্থিত ছিলেন প্রদেশ তৃণমূল কংগ্রেসের আহবায়ক সুবল ভৌমিক।

 তিনি বলেন, দশমীর রাতে একদল দুষ্কিতিকারীরা পুলিশের সামনেই শান্তনু সাহার উপর আক্রমণ চালায় দুর্বৃত্তরা। পুলিশ সম্পূর্ণ নীরব দর্শকের ভূমিকা পালন করে । বর্তমানে আহত শান্তনু সাহা জিবি হাসপাতালে চিকিৎসাধীন। দুষ্কৃতিকারীদের গ্রেফতার করতে পুলিশকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু পুলিশ এখন পর্যন্ত কোনো দুর্বৃত্তকে গ্রেপ্তার করেনি। পুলিশের কাছে মামলা করা হলেও পুলিশ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নির্দেশে আশায় বসে আছে পুলিশ। বিপ্লব দেব নির্দেশ দিলে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করবে, না হলে অভিযুক্তদের গ্রেপ্তার করবে না পুলিশ। গত সাড়ে তিন বছরে পুলিশ খাকি পোশাকের কোন সম্মান করে নি।

 পুলিশে মানবতা থাকা উচিত ছিল সেদিন দুর্বৃত্তদের হাত থেকে শান্তনুকে রক্ষা করার। কিন্তু পুলিশের কোনরকম ভূমিকে ছিল না সেদিনও এবং আজকের দিনেও। কিন্তু পুলিশের এ ধরনের ভূমিকা জন্য এবং রাজ্যের বর্তমান সরকারের হামলা জন্য সরকারকে এবং পুলিশকে জনরোষে পড়তে হবে। পিছু পা হাঁটবে না তৃণমূল কংগ্রেস বলে জানান তিনি। পরবর্তী সময় এসডিপিও এবং পূর্ব থানার ওসির সাথে দেখা করে জানান পুলিশকে ৭২ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। যাতে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে আইনত কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করে অভিযুক্তদের বিরুদ্ধে। নয়তো আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এছাড়াও উপস্থিত ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য আহবায়ক বাপ্টু সাহা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য