স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ ডিসেম্বর : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের ২০২৫ সালের দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হবে আগামী ২৪ ফেব্রুয়ারি। এবং মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে ২৫ ফেব্রুয়ারি থেকে। সোমবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সাংবাদিক সম্মেলন করে পরীক্ষার সূচি ঘোষণা দিলেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ড. ধনঞ্জয় গণচৌধুরী। তিনি বলেন, ত্রিপুরা মধ্যশিক্ষা পরিচালিত মাধ্যমিকের প্রথম পরীক্ষা হবে ইংরেজি। পরীক্ষা নির্ধারিত সময় দুপুর ১২ টা থেকে শুরু হবে।
পরীক্ষা হবে দুপুর তিনটা ১৫ মিনিট পর্যন্ত। ১৮ মার্চ শেষ হবে মাধ্যমিকের পরীক্ষা। সেদিন ১০ টি ভোকেশনাল বিষয়ের উপর পরীক্ষা হবে। ছাত্র-ছাত্রীরা এদিন নিজ ভোকেশনাল বিষয়ের উপর পরীক্ষা দেবে। মাধ্যমিক স্তরে আলিম পরীক্ষা শুরু হবে আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে। এদিন তাদের প্রথম পরীক্ষা হবে ইংরেজি পরীক্ষা। তাদের সর্বশেষ পরীক্ষা হল থিওলজি। যা ১৮ মার্চ অনুষ্ঠিত হবে। তিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষা সূচি ঘোষণা করে বলেন, ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে উচ্চমাধ্যমিকের পরীক্ষা। এদিন ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুপুর বারোটা থেকে দুপুর তিনটা ১৫ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২২ মার্চ শেষ হবে উচ্চমাধ্যমিকের পরীক্ষা। এদিন ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উচ্চমাধ্যমিকে অর্থাৎ দ্বাদশের ফ্রাজিল পরীক্ষা শুরু হবে ২৪ ফেব্রুয়ারি থেকে। ১৭ মার্চ শেষ হবে দ্বাদশের ফ্রেজিল পরীক্ষা। পর্ষদ সভাপতি আরো জানিয়েছেন, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে কতজন ছাত্রছাত্রী এবার পরীক্ষার বসতে চলেছে সে বিষয়ে এখনো পর্ষদের পক্ষ থেকে কোন কিছু বলা যাচ্ছে না। কারণ এখনো পরীক্ষার জন্য ফর্ম পূরণ বাকী রয়েছে। এবং এর উপর নির্ভর করে সেন্টার নির্ধারণ করা হবে বলে জানান তিনি। পর্ষদ সচিব ড. দুলাল দে জানান এ বছর পরীক্ষার দিনক্ষণ অনেকটাই এগিয়ে গেছে। তিনি বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্দেশ্যে বলেন যদি ছাত্র-ছাত্রীদের নাম নথিভুক্তের কোন ধরনের সমস্যা থেকে থাকে তাহলে সেটা পর্ষদে এসে অবিলম্বে সংশোধন করার জন্য।