স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ ডিসেম্বর : রহস্য জনক অগ্নিকাণ্ডের ঘটনা সংগঠিত হলো প্রধান রেফারেল হাসপাতালের সিটিস্ক্যান কক্ষে। জানা যায় সিটিস্ক্যান কক্ষে অগ্নিকাণ্ড দেখে হাসপাতালের কর্মীরা খবর দিয়ে দমকল কর্মীদের। দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকান্ডের ঘটনা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। তবে সিটি স্ক্যান কক্ষে কর্মীদের প্রাথমিক ধারণা শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনায় সংঘটিত হয়েছে।
দমকল কর্মীরা জানান হাসপাতালের কর্মীদের কাছ থেকে খবর পেয়ে একটি ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। দ্রুত কাজে হাত লাগানো সম্ভব হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই অগ্নিকাণ্ড ক্ষয়ক্ষতি পরিমান তেমন কিছু হয়নি। যদি সময় মতো আগুন নেভানোর কাজে হাত লাগানো না যেত তাহলে আগুন ছড়িয়ে পড়ারও সম্ভাবনা ছিল। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা জিবি হাসপাতাল চত্বরে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় সোমবার সকাল থেকে জিবি হাসপাতালে সিটি স্ক্যান করতে আসা রোগীদের দুর্ভোগ পোহাতে হয়েছে। প্রায় দীর্ঘ সময় বন্ধ ছিল পরিষেবা।