Sunday, December 22, 2024
বাড়িরাজ্যদুর্বৃত্তদের হাতে আক্রান্তের শিকার এক ব্যক্তি, থানায় মামলা

দুর্বৃত্তদের হাতে আক্রান্তের শিকার এক ব্যক্তি, থানায় মামলা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ ডিসেম্বর : এক ব্যক্তি দীর্ঘদিন যাবত দুর্বৃত্তদের যন্ত্রণায় অতিষ্ট। বাজারে আসলেই তাকে প্রাণে মারার হুমকি ধমকি এমনকি ধারালো অস্ত্র নিয়ে আসে খুনের উদ্দেশ্যে বলে অভিযোগ। তা সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত শনিবার দুপুরবেলা অভিযুক্ত দুজনের বিরুদ্ধে হেমেন্দ্র দাস নামে এক ব্যক্তি মধুপুর থানায় মামলা দায়ের করেন। ঘটনার বিবরনে জানা যায়, দেবীপুর রাজারটিলা এলাকার হেমেন্দ্র দাস দেবীপুর বাজারে আসলেই এলাকারই রাজেশ দাস এবং অপু দাস তাকে বারবার হুমকি দিয়ে আসছে। এদিকে হেমেন্দ্র দাস অভিযোগ করেন পূর্বের শত্রুতার জেরে তাকে দীর্ঘদিন যাবত প্রাণে মারার হুমকি দিয়ে আসছে দুই ব্যক্তি।

 তিনি আরো বলেন শুক্রবার যখন দেবীপুর বাজারে তিনি সন্ধ্যা বেলায় যান তখন রাজেশ দাস এবং অপু দাস সামান্য বিষয়কে কেন্দ্র করে ধারালো অস্ত্র নিয়ে মারতে আসে। পরবর্তী সময়ে এলাকার জনগণ জড়ো হলে সেখান থেকে দুই  যুবক দূরে সরে যায়। তিনি বলেন, দীর্ঘদিন যাবত তারা হুমকি দিয়ে আসছে। প্রাণ রক্ষার্থে দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। তিনি বলেন ওই এলাকার এক চুনোপুঁটি নেতার আত্মীয় হওয়াতে সেই নেতার দাপট দেখিয়ে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এখন দেখার বিষয় পুলিশ দুই অভিযুক্তের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য