স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ ডিসেম্বর : অসহায় মহিলার বাড়ি জোরপূর্বক দখলের চেষ্টাকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাধারঘাটের মাতৃপল্লী এলাকায়। দীর্ঘদিন ধরেই কল্পনা সরকার এবং তার বৃদ্ধা মা সুমতি সরকার এই এলাকায় খাসের জমির উপর বসতবাড়ি তৈরি করে জীবন যাপন করছিল। অভিযোগ প্রতিবেশী উত্তম বাউলের নজর পড়ে এই মহিলার বসতবাড়ির উপর।
যার কারণে অভিযুক্ত এই উত্তম বাউল মহিলার বসতবাড়িটিকে হাতিয়ে নেওয়ার জন্য বিভিন্ন সময়ে মহিলার উপর অত্যাচার চালিয়ে আসছিল। এ নিয়ে আমতলী থানায় মামলা ও হয়েছিল। কিন্তু গত শনিবার সেই অত্যাচারের মাত্রা অনেকটাই বেড়ে যায়। অভিযোগ উত্তম বাউল এবং ইন্দ্র আচার্য নামের দুই দুষ্কৃতকারি এই মহিলার বাড়িতে ঢুকে মহিলাকে প্রচন্ডভাবে মারধোর করে। এমনকি অসহায় এই মহিলার শ্লীলতাহানীর চেষ্টাও করে । পরবর্তী সময়ে মা ও সুমতি সরকার ছুটে এসে চিৎকার শুরু করলে অভিযুক্তরা কল্পনা সরকারকে ছেড়ে পালিয়ে যায়। রবিবার সকালে পুনরায় উত্তম বাউল এবং তার ঘনিষ্ঠ তনুশ্রী আচার্য এবং রত্না বাউল কল্পনা সরকারকে বেধড়ক মারধর করে এবং ১৫ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। কল্পনা সরকার গোটা বিষয়টি জানিয়ে আমতলী থানায় একটি মামলা দায়ের করে।