স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ অক্টোবর : রবিবার ভারতীয় কমিউনিস্ট পার্টির ১০২ তম প্রতিষ্ঠা দিবস। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এদিন সকালে সিপিআইএম রাজ্য কার্যালয়ে এবং ভানু স্মৃতি ভবনে সিপিআইএম রাজ্য কমিটি এবং পশ্চিম জেলা কমিটির পক্ষ থেকে দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এবং যথাযথ মর্যাদায় দিনটি পালন করা হয়। সিপিআইএম রাজ্য দপ্তরে দলীয় পতাকা উত্তোলন করে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। পরে তিনি বলেন ভারতীয় কমিউনিস্ট পার্টির কর্মী সমর্থকরা তারা দলীয় আদর্শে বিশ্বাসী। আজকের দিনে আক্রমণের শিকার হয়েও আদর্শ থেকে একচুলও সরে আসেনি। বরং আগামী দিনের জন্য আরও বেশি শক্তিশালী হচ্ছে বলে জানান তিনি। এদিকে ভানু স্মৃতি ভবনের সামনে ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা দিবস উপলক্ষেই দলের শহিদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস, প্রাক্তন সংসদ শংকর প্রসাদ দত্ত সহ অন্যান্য নেতৃত্ব।