Friday, January 17, 2025
বাড়িরাজ্যশহরে ভয়াবহ অগ্নিকাণ্ড এক গোডাউনে, পুলিশের সামনে দমকল কর্মীদের গালিগালাজ এবং কাজে...

শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড এক গোডাউনে, পুলিশের সামনে দমকল কর্মীদের গালিগালাজ এবং কাজে বাধা দেওয়ার অভিযোগ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ ডিসেম্বর : আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে এসে এলাকার মাতব্বরদের দ্বারা বাধা প্রাপ্ত হলেন দমকল কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালেও ছিল ঠুঁটো জগন্নাথ। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার সকাল সাড়ে দশটার নাগাদ রাজধানীর রাধানগর এলাকায় একটি বেসরকারি গোডাউনে আগুন দেখতে পায় স্থানীয়রা। সাথে সাথে খবর দেওয়া হয় গোডাউনের কর্মীদের। তারা এসে খবর দেয় দমকল কর্মীদের।

শহরে ট্রাফিক জ্যাম থাকায় কয়েক মিনিট দেরি হয় দমকল কর্মীদের ঘটনাস্থলে পৌঁছাতে। তারপর দ্রুততার সাথে আগুন নিয়ন্ত্রণে আনতে হাত লাগালেও দমকল কর্মীদের কাজে বারবারই বাধা সৃষ্টি করে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে এলাকার কিছু মাতব্বর। তাদের অভিযোগ দমকল কর্মীরা সময় মত ঘটনাস্থলে ছুটে আসেনি। এদিকে দমকল কর্মীদের বক্তব্য তারা ২ মিনিটের মধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছেছে। একটা সময়ের পর অধৈর্য হয়ে দমকল কর্মীরা পাল্টা বাকবিতণ্ডা শুরু করে। তারপরও দমকল কর্মীরা তিনটি ফায়ার ইঞ্জিনের মাধ্যমে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পরবর্তী সময় রতন শীল নামে এক দমকল কর্মী জানান, ট্রাফিক জ্যামের কারণে তারা দ্রুত ঘটনাস্থলে আসতে বাধা প্রাপ্ত হয়েছে। তারপরও তারা দুই মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে।

 কিছু এলাকাবাসী দুর্ব্যবহার করেছে বলে তাদের অভিযোগ। যদি দমকল কর্মীরা সঠিক সময় মত আগুন নিয়ন্ত্রণ না করতো তাহলে আগুন বিস্তার লাভ করা সম্ভাবনা ছিল প্রবল। এই অগ্নিকাণ্ড গোডাউনের ভেতরে থাকা আলমারি, ফ্রিজ এবং একটি বিছানা পুরোপুরি ভাবে হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ স্বল্প। অগ্নিকান্ডের সূত্রপাত নিয়ে ধোঁয়াশা দমকল কর্মীদের। তারা জানায় ঘটনার তদন্ত চলছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য