Monday, January 13, 2025
বাড়িরাজ্যশহরে বিক্ষোভ মিছিল করে জনতার কাছে চার্জশিট নিয়ে গেল বামেরা

শহরে বিক্ষোভ মিছিল করে জনতার কাছে চার্জশিট নিয়ে গেল বামেরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ ডিসেম্বর : দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করা, সাফাই কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা, ৬০ বছরের উর্ধ্বে সকল শ্রমিকদের দশ হাজার টাকা পেনশন দেওয়া সহ ১১ দফা দাবিতে আগরতলা শহরে বিক্ষোভ মিছিল করে গণ ডেপুটেশন প্রদান করল সিআইটিইউ -র সদর মহাকুমা কমিটি। সিআইটিইউ রাজ্য কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে উপস্থিত ছিলেন সিআইটিইউ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত, পাঞ্চালি ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব।

 সংগঠনের সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত বলেন, সারা রাজ্যে বিজেপি -র বিরুদ্ধে চার্জশিট দেওয়ার উদ্দেশ্যে এই কর্মসূচি গোটা রাজ্যে পালন করা হচ্ছে। দেশের প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা বলছেন শ্রমিকরা কাজ হারাচ্ছে। গত এপ্রিল মাস থেকে শ্রমিকদের মজুরি কমেছে। আর কর্পোরেট হাউজ গুলির সম্পদ মারাত্মকভাবে বৃদ্ধি পেয়ে চলেছে। এই অবস্থায় শ্রমজীবী অংশের মানুষ যাতে কাজ পায় তার জন্য আজকের এই কর্মসূচি বলে জানান তিনি।

 তিনি আরো বলেন, কেন্দ্রে এবং রাজ্যের বিজেপি সরকারের অপরাধের মাত্রা দিনের পর দিন বেড়ে চলেছে। তাই জনতার আদালতে চার্জশিট পেশ করা হচ্ছে। এর মধ্যে অন্যতম হলো ২০১৮ সালে ক্ষমতায় আসার আগে যে সব প্রতিশ্রুতি বিজেপি দিয়েছিল তার একটিও পালন করে নি। প্রতিশ্রুতি ছিল বছরের ২০০ দিন কাজে দেওয়া হবে। কিন্তু দেখা গেছে পরবর্তী সময় সেই প্রতিশ্রুতি পালন করেনি এ সরকার। ফলে মানুষ গ্রামগঞ্জে থেকে প্রতিদিন সকালবেলা কাজের জন্য শহর মুখী হচ্ছে। কিন্তু তারপরও কাজ মিলছে না মানুষের। কারণ সরকার কোন উন্নয়নমূলক কাজ করছে না। ফলে মানুষের হাতে কাজ যাচ্ছে না। অপরদিকে গত সাত বছরের জিনিসপত্রের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে চলেছে। সাধারণ মানুষের নিয়ন্ত্রণের বাইরে এই দ্রব্য মূল্য।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য