Saturday, January 25, 2025
বাড়িরাজ্যপ্রয়াত মুখ্যমন্ত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন

প্রয়াত মুখ্যমন্ত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ ডিসেম্বর : রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিংহের ২৪ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয় সোমবার। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে প্রয়াত মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিংহের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। তিনি বলেন, রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন শচীন্দ্রলাল সিংহ।

তিনি অত্যন্ত সহজ সরল প্রকৃতির মানুষ ছিলেন। অত্যন্ত সুন্দরভাবে তিনি প্রশাসন পরিচালনা করেছেন। আজ নয় ডিসেম্বর ওনার প্রয়াণ দিবস। ২৪ তম প্রয়াণ দিবসে যথাযথ মর্যাদার সাথে উনার প্রতি শ্রদ্ধা জানানো হয়। তিনি আরো বলেন, প্রয়াত মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিংহ ত্রিপুরাবাসীর গর্ব। তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে বহু শরণার্থীকে ত্রিপুরা রাজ্যে স্থান দিয়েছিলেন। তাই ওনার কৃতিত্ব রাজ্যবাসী এবং বাংলাদেশের মানুষ মনে রেখেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য