স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ ডিসেম্বর : চার দিন পর উদ্ধার নিখোঁজ ব্যক্তির মৃতদেহ। মৃত ব্যক্তির নাম সমীর সাহা। বয়স ৪৫ বছর। সোমবার মৃতদেহটি উদ্ধার হয় গোমতী নদীর জলে। কাকড়াবন আমতলী এলাকার মানুষ মৃতদেহটি দেখতে পেয়ে খবর দিয়ে পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে এসে খোঁজখবর নিয়ে জানতে পারেন গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন সমীর সাহা নামে এক ব্যক্তি। সমীর সাহার বাড়ি উদয়পুর মধ্যপাড়া এলাকায়। গত চার দিন ধরে নিখোঁজ ছিলেন।
আজ মৃতদেহ উদ্ধারের পর মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। মৃত ব্যক্তির ছোট ভাই জানায়, মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিলেন সমীর সাহা। প্রতিদিনের মতো সন্ধ্যায় বাজারে গিয়েছিলেন গত বৃহস্পতিবারে। তারপর বাড়িতে ফিরে না আসায় আত্মীয় স্বজনের বাড়িতে খবর নিয়ে কোথাও খুঁজে পাওয়া যায়নি। তারপর রাধা কিশোরপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। কিন্তু উদ্ধার হয়নি। আজ মৃতদেহ উদ্ধার হয়েছে নদীর জলে। এখন দেখার বিষয় ময়না তদন্তের রিপোর্টে কি বের হয়ে আসে।