Thursday, January 16, 2025
বাড়িরাজ্যদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে আগে মহিলাদের অগ্রসর করতে হবে : মুখ্যমন্ত্রী

দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে আগে মহিলাদের অগ্রসর করতে হবে : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ ডিসেম্বর : গুণগত শিক্ষার সুযোগকে কন্যা সন্তানদের জন্য সুগম ও সহজলভ্য করে তুলতে রাজ্য সরকার বিভিন্ন প্রয়াসের অন্যতম হলো বিনামূল্যে বাই সাইকেল প্রদান করা। সোমবার খয়েরপুর স্থিত পল্লীমঙ্গল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বিদ্যালয় শিক্ষা দপ্তর কর্তৃক আয়োজিত রাজ্যভিত্তিক বাইসাইকেল প্রদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করে এ কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন এ প্রকল্পের অধীনে ২০২২ -২৩ শিক্ষাবর্ষে রাজ্যের নবম শ্রেণীতে পাঠরত ২৩ হাজার ৩০০ জন ছাত্রছাত্রীকে বাইসাইকেল প্রদান করা হবে। এর জন্য ব্যয় হবে ১০ কোটি ১ লক্ষ ৬৬ হাজার ৭০০ টাকা।

মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার সবচেয়ে বেশি মহিলাদের অগ্রসর দিকে গুরুত্ব দিয়ে চলেছে। কারণ দেশের জনসংখ্যার অর্ধেক হলো মহিলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দায়িত্ব নেওয়ার পরেই তিনি বলেছেন বেটি বাঁচাও বেটি পড়াও। তিনি বুঝতে পেরেছেন মহিলাদের আগে অগ্রসর করতে হবে। তাহলেই দেশ এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী মেয়েদের পাইলট বানানোর স্বপ্ন দেখছেন। একই সাথে বর্তমান সরকার মেয়েদের জন্য রাস্তায় পিঙ্ক টয়লেট চালু করার উদ্যোগ নিয়েছে। চাকরি ক্ষেত্রে ৩৩ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা রেখেছেন এই সরকার। মুখ্যমন্ত্রী এদিন আরো বলেন শিক্ষার ক্ষেত্রে বর্তমান সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে চলেছে। রাজ্যে ১২৫ টি বিদ্যালয়কে বিদ্যাজ্যোতির আওতায় আনা হয়েছে। এর মধ্যে ৯৬ টি বিদ্যালয় বাংলা মাধ্যম এবং ২৯ টি বিদ্যালয় ইংরেজি মাধ্যম। এ বিদ্যালয়গুলি শিক্ষাগত পরিকাঠামো আরো কিভাবে উন্নত করা যায় সেদিকে গুরুত্ব দিয়েছে সরকার। বিদ্যালয়গুলির জন্য বিষয়কেন্দ্রিক শিক্ষক সহ স্পেশাল এডুকেটর ও অন্যান্য ব্যবস্থা চালু করা হয়েছে। যাতে বিদ্যালয়গুলি ছাত্রছাত্রীরা আরও বেশি অগ্রসর হয়ে জাতীয় স্তরের ছেলেমেয়েদের সাথে প্রতিযোগিতা করতে পারে। এছাড়াও গত সাত বছরে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপ মুখ্যমন্ত্রী বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরেন। আয়োজিত অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী ছাত্রীদের হাতে বাইসাইকেল তুলে দেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী, বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা এবং উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য