Tuesday, January 14, 2025
বাড়িরাজ্যউচ্চশিক্ষা দপ্তরে গিয়ে অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করল এন এস ইউ আই

উচ্চশিক্ষা দপ্তরে গিয়ে অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করল এন এস ইউ আই

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ ডিসেম্বর : অতিথি অধ্যাপকের উপর নির্ভর রাজ্যের এমবিবি বিশ্ববিদ্যালয় এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলির পঠন পাঠন। এবং তাদের উপর নির্ভর করছে রাজ্যের ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ। কারণ পর্যাপ্ত পরিমাণে অধ্যাপকের অভাব রয়েছে রাজ্যের কলেজগুলির।

 এমনটাই অভিযোগ তুলে সোমবার উচ্চশিক্ষা দপ্তরে গিয়ে অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করল এন এস ইউ আই -র প্রদেশ কমিটি। উপস্থিত এনএসইউআই -র প্রদেশ সভাপতি সৌরভ কুমার শীল জানান, অধ্যাপক নিয়োগে দাবি দীর্ঘদিন ধরে করার পরেও সরকার নিয়োগের কোন উদ্যোগ গ্রহণ করছে না। রাজ্যে যেখানে ২১০০ জন অধ্যাপক এর প্রয়োজন সেখানে মাত্র ৩৮৮ জন অধ্যাপক দিয়ে চলছে পঠন পাঠন। বর্তমান সরকার একদিকে যেমন কর্মসংস্থান দিতে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিচ্ছে, অপরদিকে এ ধরনের পঠন পাঠনের মাধ্যমে রাজ্যের ছেলেমেয়েদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। অবিলম্বে শূন্য পদ গুলি পূরণ করার জন্য সরকারের উদ্দেশ্যে উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করা হয় বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য