স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ নভেম্ববর :আই সি এ আর -এর জাতীয় গবেষণা কেন্দ্র সিকিম ও রাজ্য উদ্যান পালন দপ্তরের যৌথ উদ্যোগে এক দিনের অর্কিড প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় বুধবার। এদিন প্রজ্ঞা ভবনে এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ শিবিরে অর্কিড লাগানোর বিভিন্ন উপকরণ কৃষকদের মধ্যে বিতরণ করা হয়। প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ। তিনি বক্তব্য রেখে বলেন, আত্মনির্ভর ভারত স্বয়ংবর ভারত, আত্মনির্ভর ত্রিপুরা স্বয়ংবর ত্রিপুরা করার জন্য গুরুত্ব দিয়েছে সরকার।
এর বাস্তবায়নের জন্য কৃষকদের আয় বৃদ্ধি করা জরুরি। ২০১৮ সালের আগে কৃষকদের আয় ছিল মাসে ৬,৫৮০ টাকা, বর্তমানে তা বেড়ে হয়েছে ১৩,৫৯০ টাকা। বর্তমান সরকার কৃষকদের আয় কিভাবে বৃদ্ধি করা যায় সেদিকে বিশেষ নজর দিয়ে চলেছে। তিনি আরো বলেন রোজগারের উদ্দেশ্যে ফুল চাষ করার থেকে নজর দিতে হবে চাষিদের। তাহলে তারা স্বাবলম্বী হতে পারবে। কিন্তু ফুল চাষের জন্য আধুনিক টেকনোলজি ব্যবহার করতে হবে। পুরনো কায়দায় ফুল চাষ করতে গেলে চাষিরা স্বাবলম্বীণ হতে পারবে না। সুতরাং আধুনিক পদ্ধতি কাজে লাগিয়ে ফুল চাষ করার জন্য উদ্যোগ নিতে হবে। আধুনিক পদ্ধতিতে ফুল চাষের জন্য ফুল চাষীরা প্রয়োজনে কৃষি দপ্তরের গবেষক, কৃষক বন্ধু সেন্টার সহ কর্মীদের কাছ থেকে পরামর্শ নিতে পারে। তাহলে ফুল চাষে স্বয়ংবর হয়ে উঠবে ত্রিপুরা। মন্ত্রী আরো বলেন বিগত দিনের তুলনায় ফুল চাষে চাষিরা অনেক বেশি উৎসাহিত হয়েছেন। তাদের আরো বেশি উৎসাহিত করে কিভাবে আয় উপার্জন বাড়ানো যায় সেদিকেও গুরুত্ব দিতে হবে সংশ্লিষ্ট দপ্তরকে। আয়োজিত অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, কিউ আর টি চেয়ারম্যান ডঃ এইচ পি সিং, পটেটো রিচার্জ সেন্টারের প্রাক্তন অধিকর্তা ডক্টর গিরপাল সিং সহ অন্যান্যরা।