স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ নভেম্ববর :আগরতলা পুর নিগমের ১২ নং ওয়ার্ডের পশ্চিম ভুবনবনে এক উপস্বাস্থ্য কেন্দ্রের ভূমিপূজা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, ১২ নং ওয়াডের কর্পোরেটর সান্তনা সাহা সহ অন্যানরা। ভূমি পূজার পর আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আগরতলা শহরকে নতুন করে সাজিয়ে তোলার চেষ্টা চলছে। এর মধ্যে অন্যতম হলো ওয়ার্ড ভিত্তিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।
কারণ বর্তমান সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে চলেছে স্বাস্থ্য পরিষেবায়। ২০১৮ সালের সরকার প্রচেষ্টা হওয়ার পর সবার আগে স্বাস্থ্য পরিষেবায় গুরুত্ব দিয়েছে। যার ফলে পরিবর্তনে এসেছে স্বাস্থ্য ব্যবস্থার। এখন কিডনি প্রতিস্থাপন থেকে শুরু করে বহু জটিল অস্ত্র প্রচার জিবি হাসপাতালে করা সম্ভব হচ্ছে। সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেছে আগরতলা পুর নিগম। বিশেষ করে আগরতলা শহরকে নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা এবং শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য আধুনিক ব্যবস্থাপনা প্রয়োগ করা হচ্ছে। সার্বিকভাবে দেখতে গেলে শহরবাসীর চাহিদা অনুযায়ী কাজ করে চলেছে নিগম। আজকে যে উপস্বাস্থ্য কেন্দ্রটির ভূমির পূজা অনুষ্ঠিত হয়েছে তা গড়ে উঠতে সময় লাগবে ৬ মাস। এর জন্য ব্যয় হবে ৩৮ লক্ষাধিক টাকা। প্রয়োজনে রাজ্য সরকার থেকে সহযোগিতা করা হবে বলে ইঙ্গিত দিলেন মেয়র।