স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ এপ্রিল : ত্রিপুরা মধ্যশিক্ষা পরিষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ পরিবর্তন হয়েছে। আগামী ২৫ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করে করা হয়েছে আগামী ২ মে। পরীক্ষা চলবে আগামী ১ জুন পর্যন্ত।
বুধবার এক সাক্ষাৎকারে একথা জানান ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ড. ভবতোষ সাহা। তিনি বলেন মাধ্যমিক পরীক্ষা পূর্ব ঘোষণা অনুযায়ী ১৮ এপ্রিল থেকে শুরু হবে। পরীক্ষার যাতে ছাত্র-ছাত্রীদের সঠিকভাবে দিতে পারে তার জন্য মধ্যশিক্ষা পর্ষদ প্রস্তুত রয়েছে। মূলত পূর্বের সুচী অনুযায়ী এই সময়ের মধ্যে জয়েন্ট এনট্রান্স পরীক্ষার সূচী পড়ায় নতুন করে উচ্চ মাধ্যমিকের দিনক্ষন ঘোষণা করা হয়েছে। তবে বিষয় গুলি ঠিক থাকবে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৮ হাজার ৮৪১ জন। পরীক্ষার ভ্যানু ৯১। পরীক্ষা গ্রহণ কেন্দ্র রয়েছে ৬১ টি।