Friday, December 6, 2024
বাড়িরাজ্যবাইক বাহিনীর অতর্কিত হামলায় আহত তিন যুব কংগ্রেস কর্মী

বাইক বাহিনীর অতর্কিত হামলায় আহত তিন যুব কংগ্রেস কর্মী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ নভেম্বর : মান্দাইয়ে মিছিল শেষ করে বাড়ি ফেরার সময় তিন যুব কংগ্রেস কর্মীর উপর অতর্কিত হামলা সংগঠিত করল দুর্বৃত্তরা। অভিযোগের তীর শাসক দল বিজেপি আশ্রিত দুর্বৃত্তদের বিরুদ্ধে। পরবর্তী সময় আহত দুজন কংগ্রেস কর্মীকে উদ্ধার করে নিয়ে আসা হয় হাসপাতালে। রক্তাক্ত অবস্থায় তারা সংজ্ঞা হারিয়ে ফেলে তারা।

 অপর এক কংগ্রেস কর্মী গুরুতর আহত না হওয়ায় বাড়ি চলে গেছে। যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা জানিয়েছেন, এদিন কর্মসূচি শেষ করে বাসে উঠার সময় যুব কংগ্রেস কর্মীদের উপর অতর্কিত হামলা চালায় কিছু বিজেপি-র কিছু দুষ্কৃতী। তারা সকলে বাইক দিয়ে এসে এই অতর্কিত হামলা চালায়। পরবর্তী সময় তিন জনের মধ্যে দুজনকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় নিয়ে আসা হয় হাসপাতালে। অপর একজন কর্মীকে পাওয়া যাচ্ছিল না। পরবর্তী সময় জঙ্গল থেকে সেই কংগ্রেস কর্মীকে উদ্ধার করা হয়েছে।

তার পেছনে ধাওয়া করা পালিয়ে গিয়েছিল জঙ্গলে। এবং একটি বাইক পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। আহত দুই কংগ্রেস কর্মীকে উদ্ধার করে নিয়ে আসা হয় হাসপাতালে। তাদের চিকিৎসা চলছে হাসপাতালে। এই ঘটনার প্রতিবাদে ২৪ ঘন্টার মধ্যে মান্দাই থানা ঘেরাও করে অভিযুক্তদের গ্রেফতার সহ কঠোর শাস্তির দাবি জানানো হবে। এমনটাই জানিয়েছেন তিনি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এদিন গোটা এলাকায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য