সন্তোষ ট্রফির আসরের গ্রুপ লীগে জয় দিয়ে অভিযান শুরু করল ত্রিপুরা। শুক্রবার গ্রুপ লিগের দ্বিতীয় ম্যাচে উমাকান্ত মিনি স্টেডিয়ামে ত্রিপুরা ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে দেয় শক্তিশালী মিজোরামকে। বিরতির আগে রাজ্যদল এগিয়ে ছিল ২-০ গোলে। ১৭ নভেম্বর বিকাল ৪ টায় ত্রিপুরা পরবর্তী ম্যাচে খেলবে সিকিমের বিরুদ্ধে।
শুক্রবার বিকেলে উমাকান্ত মিনি স্টেডিয়ামে মিজোরামের বিরুদ্ধে একটি প্রাণবন্ত ম্যাচ উপহার দিল রাজ্য দলের ফুটবলাররা। ম্যাচটা শুরু হয় বিকাল ৪ টায়। সন্তোষ ট্রফির গ্রুপ ডি এর লীগের এই ম্যাচ ঘরের মাটিতে অনুষ্ঠিত হওয়ার সুবাদে ত্রিপুরা শিবির ব্যাপক সমর্থন পায় ফুটবল প্রেমীদের। মিজোরামের ফুটবলারদের রণকৌশল বুঝে উঠতে রাজ্য দলের ফুটবলারদের প্রায় কুড়ি মিনিট হিমশিম খেতে হয়। এই কুড়ি মিনিট মিজোরাম ধারাবাহিকভাবে আক্রমণ চালিয়ে গেলেও ত্রিপুরার জাল নাড়াতে পারেনি। এরপর রাজ্য দলের ফুটবলাররা শুরু করে প্রতি আক্রমণ। রাজ্য দলের ফুটবলারদের ধারাবাহিক আক্রমণে ব্যতিব্যস্ত হয়ে ওঠে মিজোরামের রক্ষণভাগ। ২৮ মিনিটে রাজীব সাধন জমাতিয়ার একটি গোলমুখী শট বারে লেগে বাইরে চলে যায়। কিন্তু কর্নার পায় ত্রিপুরা। ২৯ মিনিটে সুরজিৎ জমাতিয়া কর্নার থেকে শট নেন। পারভেজ ভূঁইয়া সেই শট দুরন্ত পাঞ্চে মিজোরামের ঝাল নাড়িয়ে দেয়। পারভেজের এই গোলের সুবাদে ১-০ লিড নেয় ত্রিপুরা। এরপর চলতে থাকে ত্রিপুরার ধারাবাহিক আক্রমণ। ৪২ মিনিটে পারভেজ ভূইয়া বল ভাসালে জাভেদীয়া ডারলং দুরন্ত শটে গোল করে রাজ্য দলকে এগিয়ে দেয় ২-০ গোলে। বিরতির পর এই গোল ধরে রেখে ত্রিপুরা শিবির লড়াই চালিয়ে যেতে শুরু করে। এরই মাঝে মিজোরাম একটি গোল করে ২-১ ব্যবধান কমায়। ৮২ মিনিটে জাভেদিয়া ডারলং আরো একটি গোল করে রাজ্য দলের ব্যবধান বাড়ান ৩-১। ইনজুরি টাইমে সুকান্ত জমাতিয়ার গোল থেকে আরো একবার ত্রিপুরার ব্যবধান বেড়ে দাঁড়ায় ৪-১। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই শক্তিশালী মিজোরামের বিরুদ্ধে দুর্ধর্ষ জয় হাসিল করে ত্রিপুরা। যদিও প্রথম ম্যাচে চারটি হলুদ কার্ড দেখার কারনে দ্বিতীয় ম্যাচের আগে রাজ্য দলকে কিছুটা চিন্তায় রেখে দিল। যদিও ১৭ নভেম্বর গ্রুপ ডি এর ত্রিপুরার পরবর্তী প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল সিকিম। এই ম্যাচ উপভোগ করতে দর্শকদের ঢল নামে রীতিমতো। গ্রুপ ডি এর এই ম্যাচ রীতিমতো ফুটবল উৎসবে পরিণত হয়।