স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ নভেম্বর : আচমকা স্বামী বাড়িতে ফিরে এসে সবকিছু হাতেনাতে ধরে ফেলার পর দুই যুবকের বিরুদ্ধে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ গৃহবধূর। অভিযোগ দায়ের হলো খোয়াই থানায়। ঘটনা খোয়াই উত্তর সিঙ্গিছড়ায়। অভিযুক্ত দুজনের নাম অজয় দাস এবং সুব্রত দাস। দুই সন্তানের জননী জানিয়েছেন, তার উপর এই দুই যুবক দীর্ঘ এক মাস ধরে এ ধরনের নির্যাতন চালিয়ে আসছে। কখনো তার স্বামীকে হত্যা করার হুমকি আবার কখনো ছোট্ট দুটি ছেলেকে হত্যার হুমকি দিয়ে দিয়ে বলপূর্বক ধর্ষণ করতো।
তার স্বামী একজন দিনমজুর শ্রমিক হওয়াতে কাজের সন্ধানের সকালেই বেরিয়ে যেত। আর ফিরে আসতো রাতে। সেই নির্জনতার সুযোগ নিয়ে প্রায়দিন বিকেল বেলা দুই দুষ্কৃতী বিগত কয়েক মাস ধরে তার সঙ্গে এই ধরনের বর্বরতা চালিয়ে আসছে। ঘটনা তার স্বামীকে বললে স্বামীকে মেরে ফেলে দেবার হুমকিও নাকি দেওয়া হতো। আর এই ভয়ে এই গৃহবধূটি দুই দুষ্কৃতির অত্যাচার সহ্য করে আসছিল। অন্যদিকে এই নির্যাতিতা গৃহবধূর স্বামী জানান, গত কিছুদিন পূর্বে তিনি অসুস্থতার কারণে অর্ধেক কাজ সেরে বিকেলে বাড়ি ফিরে এসে দেখতে পান সুব্রত দাস তার স্ত্রীকে নির্যাতন করছে।
তিনি ঘরে প্রবেশ করতেই অজয় দাস পালিয়ে যায়। যাই হোক সেদিন যদি স্বামী অসুস্থ হয়ে তাড়াতাড়ি বাড়ি না ফিরতেন তাহলে কি ঘরে কি চলছে তার খবর পেতেন? এখন পুলিশের তদন্তে বেড়ায় আসবে কে কাকে ফাঁসিয়েছে।