স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ নভেম্বর : জল্পনার অবসান, সোমবার অ্যাডভোকেট জেনারেলের পদ থেকে পদত্যাগ করলেন সিদ্ধার্থ শংকর দে। নতুন অ্যাডভোকেট জেনারেল হলেন শক্তিময় চক্রবর্তী। প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল সিদ্ধার্থ শংকর দে জানিয়েছেন, সকালে রাজ্যের আইন সচিবের কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন।
বিকালে রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এই পদত্যাগ গ্রহণ করেছেন। তারপর যথারীতি রাজ্য সরকারের পক্ষ থেকেও পদত্যাগ পত্র স্বীকার করে নেওয়া হয়েছে। তিনি আরো জানান, তিনি আপাতত কিছুদিন ধর্মনগরে নিজের বাড়িতে থাকবেন। আচমকা রাজ্যের এডভোকেট জেনারেল পরিবর্তন নিয়ে আইনজীবী মহরম ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।