স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ নভেম্বর : খোয়াই জাম্বুরা এলাকায় পাম্প হাউজের দুই হেল্পারকে তালা বন্দি করে রাখল গ্রামের কৃষকরা। অভিযোগ কৃষি জমি শুকিয়ে যাচ্ছে। কিন্তু বিদ্যুতের সমস্যার জন্য মিলছে না জল। দীর্ঘ এক মাস ধরে চলছে তালবাহানা। তাই সোমবার তারা বন্দী করে বিক্ষোভের শামিল হয় গ্রামের কৃষকরা। খবর পেয়ে ছুটে আসেন গ্রামের জনপ্রতিনিধি বিশ্বজিৎ শুক্লা দাস। তিনি জানান, পাম্প মেশিনের ক্যাবল নষ্ট হয়ে যাওয়ায় পাম্প হেল্পাররা এলাকায় কৃষকদের জল দিতে পারছে না।
এলাকার বিদ্যুৎ নিগমের এসডিও নিহার দেববর্মাকে অভিযোগ জানাতে ফোন করা হলে তিনি ফোন ধরেন না। এলাকাবাসীর পক্ষ থেকে বিদ্যুৎ অফিসে গিয়ে একাধিকবার অভিযোগ জানানো হয়েছে। কিন্তু তারপরেও সমস্যার সমাধান করতে বিদ্যুৎ নিগমের কর্মীরা আসেন না। এলাকায় প্রায় শতাধিক কৃষক পরিবার রয়েছে। তাদের জমি শুকিয়ে যাচ্ছে। কিন্তু জল মিলছে না। অসহায় কৃষকদের চোখের সামনে শীতকালীন ফসল নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু বিদ্যুৎ নিগমের কর্মীদের কর্তব্যের গাফিলতি এতটাই চরম পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে তারা কিছুক্ষণের জন্য বিদ্যুৎ সংস্কার করতে এলাকায় আসতে চাইছে না। এছাড়াও এলাকায় বিদ্যুতের কোন সমস্যা হলে আগেই ফোন ঘুষ দেওয়া হবে বলে জানাতে হয়। নাহলে বিদ্যুৎ নিগমের কর্মীরা আসতে চায় না। এমনটাই অভিযোগ জানিয়েছেন বিদ্যুৎ নিগমের কর্মীদের বিরুদ্ধে।
এদিকে তালাবন্দি থাকা অরিজিত দেববর্মা নামে এক হেল্পার জানান তিনি বিদ্যুৎ নিগমের অফিসে গিয়ে সরাসরি এসডিও নিহার দেববর্মাকে জানিয়ে এসেছেন। তিনি বলেছেন ৬ নভেম্বর বিদ্যুৎ কর্মী পাঠিয়ে সংস্কার করা হবে। কিন্তু এখন পর্যন্ত বিদ্যুৎ নিগমের কর্মীরা পা রাখেনি পাম্প হাউসে। ফলে কৃষকদের জলের সমস্যা মারাত্মক রূপ নিয়েছে। তিনি জানান, যদি বিদ্যুৎ নিগমের পক্ষ থেকে কর্মীরা এসে সংস্কার না করে তাহলে তারা কিছুই করতে পারছে না। তারা নিরুপায় বলে জানান।