Wednesday, January 22, 2025
বাড়িরাজ্যমরার উপর খাঁড়ার ঘা, মহকুমা শাসকের ভূমিকায় অসহায় সাফাই কর্মীরা

মরার উপর খাঁড়ার ঘা, মহকুমা শাসকের ভূমিকায় অসহায় সাফাই কর্মীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ নভেম্বর : নিজেদের সমস্যা সমাধানের লক্ষ্যে সাব্রুম নগর পঞ্চায়েতের অধিন বাড়ি বাড়ি ময়লা সংগ্রহের কাজে নিযুক্ত সাফাই কর্মীরা মহকুমা শাসকের দ্বারস্থ হলেন। সোমবার সাফাই কর্মীরা সাব্রুম মহকুমা শাসকের কার্যালয়ে গিয়ে মহকুমা শাসকের সাথে সাক্ষাৎ করেন। তাদের আগে যেই ওয়ার্ডে ময়লা সংগ্রহ করার কাজ করতেন, তাদেকে বর্তমানে ওয়ার্ড পরিবর্তন করে দেওয়া হয়েছে। এতে তাদের সমস্যা হচ্ছে। ময়লা সংগ্রহ করে তারা প্রতিমাসে দুই থেকে তিন হাজার টাকা উপার্জন করে। তার উপর বর্তমানে দূরবর্তী ওয়ার্ডে তাদেরকে কাজ করতে দেওয়ার ফলে তাদের সমস্যা হচ্ছে।

তাই তারা এইদিন মহকুমা শাসকের সাথে সাক্ষাৎ করে তাদের সমস্যার কথা তুলে ধরে। এক সাফাই কর্মী জানান, সাফাই কর্মীদের প্রথমে যে বেতন দেওয়ার হতো বর্তমানে তার থেকে বেতন আরো কমিয়ে দেওয়া হয়েছে।  তার উপর গত কিছুদিন আগে নগর পঞ্চায়েতের সাফাই কর্মীদের আগের কর্মক্ষেত্র নিজের ওয়ার্ড এলাকা থেকে অন্য ওয়ার্ড এলাকার বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা সংগ্রহের জন্য নির্দেশ জারি করা হয়। যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে সাফাই কর্মীদের। কেউ কেউ -র নতুন কাজের জায়গায় যেতে গাড়ি দিয়ে যেতে হবে, তাতে এই কম বেতনে গাড়ি ভাড়া দিয়ে কাজে গিয়ে কিভাবে কাজ করবেন তা নিয়ে চিন্তার ভাঁজ কপালে।

 কিন্তু মহকুমা শাসকের কক্ষে নগর পঞ্চায়েত চেয়ারপার্সনের উপস্থিতিতে সাফাই কর্মীদের সাফ জানিয়ে দেওয়া হয় বর্তমানে তাদেরকে যেখানে কাজ করতে দেওয়া হয়েছে সেখানেই তাদেরকে কাজ করতে হবে, এতে কোন পরিবর্তন হবে না এবং এই বেতনেই। যাতে করে অনেকেই কিভাবে কাজ করে যাবেন সে নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। এখন দেখার মহকুমা শাসক সাফাই কর্মীদের সমস্যা নিরসনের জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেন কিনা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য