স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ এপ্রিল : সারা ভারত কৃষক সভার ৮৭ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সোমবার রাজ্য কমিটির কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ বলেন, সিপিআইএম , কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তৎকালীন সময়ে সারা ভারত কৃষক সভা প্রতিষ্ঠিত যোগ দিয়েছিলেন।
পরে গত ৮৬ বছর ধরে কৃষকদের দাবি নিয়ে সংগঠন লড়াই করে এসেছে। তবে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা বামফ্রন্টের সময়ে কৃষকদের ভূমি বিতরণ উল্লেখযোগ্যভাবে হয়েছে। এবং কৃষকদের ন্যায্যমূল্য প্রদানের দাবিতে আগামী দিনে সংগঠন ইতিবাচক ভূমিকা গ্রহণ করবে বলে জানান তিনি।