স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ এপ্রিল : দমকলকর্মীদের মারধরের ঘটনার কান্ডে গত শনিবার রাতে বিলোনিয়া থানার পুলিশের হাতে ধৃত অভিযুক্ত তিন জন। ধৃত তিন অভিযুক্তদের রবিবার দুপুরে আদালতে তোলা হলে,ধৃত দের পক্ষের আইনজীবী আদালতে জামিনের আবেদন করলে শর্ত সাপেক্ষে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন মোট একলক্ষ বিশ হাজার টাকার বেল বন্ডে।
সরকারি কাজে বাধা সহ দায়িত্ব পালন করতে গিয়ে দমকলকর্মীরা আক্রান্তের ঘটনায় শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক থেকে শুরু করে সচেতন মহল থেকে নিন্দায় সরব যেমন হয়েছে,তেমনি চেয়েছিল দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি। পুলিশ দোষীদের চিহ্নিত করে তিন জনকে গ্ৰেপ্তার করার পর একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল দমকলকর্মীরা থেকে শুরু করে সচেতন মহল। সবাই ভেবেছিল দোষীরা যেহেতু ধরা পরেছে দৃষ্টান্তমূলক সাজা হবেই,যাতে করে আগামীদিনে সমাজদ্রোহীরা কোন কাজ করতে ভেবে চিন্তে করে। সেই আশা একেবারে নস্যাৎ হয়ে যায় ধৃতরা জামিন পাওয়ার পর।