স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ নভেম্বর : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৫ সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে শুরু করার জন্য চেষ্টা শুরু হয়েছে। মঙ্গলবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ড. ধনঞ্জয় গণচৌধুরি এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। তিনি বলেন, উচ্চ মাধ্যমিকের প্রাকটিকেল পরীক্ষা শুরু হতে চলেছে আগামী ১৫ নভেম্বর। শেষ হবে আগামী ৫ ডিসেম্বর।
নয়টি বিষয়ের উপর ১১২ জন ছাত্রছাত্রী প্রাকটিক্যাল পরীক্ষায় বসবে। উচ্চ মাধ্যমিকের ভোকেশনাল পাঁচটি বিষয়ে ২৮০৬ জন পরীক্ষার্থী রয়েছে। অপরদিকে মাধ্যমিকে ভোকেশনাল বিষয় রয়েছে দশটি। পরীক্ষার্থীর রয়েছে ৮১৩৯ জন। এক্সটার্নাল পরীক্ষার্থী রয়েছে ২৩৩৬ জন। আরো জানিয়েছেন প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হওয়ার পর শুরু হবে থিওরি পরীক্ষার প্রস্তুতি। আগামী ১০ জানুয়ারি থেকে থিওরি পরীক্ষার ফর্ম পূরণ করা শুরু হবে। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সচিব জানান, ৩৪৫ টি উচ্চমাধ্যমিক বিদ্যালয় থেকে পরিক্ষার্থী ২৩,৭৩৯ জন। অপরদিকে মাধ্যমিকের স্কুলের সংখ্যা ৯৭০ টি। পরীক্ষার্থীর সংখ্যা ৩৩ হাজার ৮০০ জন।