স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ নভেম্বর : মঙ্গলবার ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগম লিমিটেডের ৩৮ তম বোর্ড অফ ডাইরেক্টর্স বৈঠক অনুষ্ঠিত হয়। রাজধানীর গীতাঞ্জলি স্টেট গেস্ট হাউসে অনুষ্ঠিত হয় এই বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, স্বরাষ্ট্র দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী, বন দপ্তরের পিসিসিএফ রবীন্দ্র কুমার শ্যামল, পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্যে, পর্যটন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা, অর্থ দপ্তরের সচিব অপূর্ব রায়, পর্যটন দপ্তরের অধিকর্তা প্রশান্ত বাদল নেগী, পূর্ত দপ্তরের মুখ্য বাস্তুকার রাজীব দেববর্মা সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।
এইদিনের বৈঠকে রাজ্যের পর্যটন কেন্দ্র গুলির সার্বিক উন্নয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষ পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান প্রতি তিন মাস পর পর ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগম লিমিটেডের বোর্ড অফ ডাইরেক্টর্স বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামিদিনে কি কি কাজ করা হবে সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি বিগত বৈঠকে যে সকল সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, সেই গুলি কতটা বাস্তবায়িত হয়েছে সেই বিষয়ে আলোচনা হয়। তিনি আরও জানান সকলের সহযোগিতা নিয়ে ত্রিপুরা রাজ্যের পর্যটনকে আগামী দিনে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া হবে।