স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ নভেম্বর : স্বপ্নের উড়ালপুলে স্কুটি দুর্ঘটনায় গুরুতর ভাবে আহত হল এক ব্যক্তি। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। দমকল কর্মীরা জানান ফায়ারসার্ভিসের সদর দপ্তরের সামনে উড়ালপুলে এক ব্যক্তি স্কুটি নিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে বলে তারা খবর পান।
সাথে সাথে ওনারা ঘটনাস্থলে ছুটে যান। ঘটনাস্থলে গিয়ে দেখতে পান এক ব্যক্তি উড়াল পুলের উপর পড়ে রয়েছে। সাথে একটি স্কুটি রয়েছে। সাথে সাথে ঐ ব্যক্তিকে উদ্ধার করে ওনারা জিবি হাসপাতালে পৌঁছে দিয়েছেন। আহত ব্যক্তির নাম জানা যায় নি। বর্তমানে আশঙ্কা জনক অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তি। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে উড়াল পুলে দুর্ঘটনার পরিসংখ্যান অতিরিক্ত ভাবে বেড়ে চলেছে। প্রশাসনের পক্ষ থেকে কোন ধরনের নিয়ন্ত্রণ না থাকায় পরিস্থিতি আগামী দিন আরও বেশি ভয়াবহ হতে পারে।