স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ নভেম্বর : জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার বার্তাকে সামনে রেখে সোমবার সংহতি পদযাত্রার আয়োজন করল প্রদেশ কংগ্রেস। রাজ্যের বিভিন্ন প্রান্তে এই সংহতি পদযাত্রা সংগঠিত হবে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত। সোমবার পদযাত্রাটি শুরু হয় রাজধানীর রাম ঠাকুর সংঘের পূজা মাঠ থেকে।
উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র রায় সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থক। বিধায়ক গোপাল চন্দ্র রায় জানান, গত ৩১ অক্টোবর ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসে ঘোষণা দেওয়া হয়েছিল সংহতি পদযাত্রা আয়োজন করার। আগামী ১৯ নভেম্বর প্রয়াত ইন্দিরা গান্ধীর জন্ম দিবস পর্যন্ত চলবে এই সংহতি পদযাত্রা। রাজ্যের সাতটি ব্লকে প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক নয়টি জেলার উদ্যোগে এই সংহতি পদযাত্রা আয়োজিত হবে। এরই অঙ্গ হিসেবে সোমবার বিকেলের সংহতি পদযাত্রার আয়োজন করে প্রদেশ কংগ্রেস। পদযাত্রাটি বিভিন্ন পথ পরিক্রমা করে দক্ষিণ চন্দ্রপুর হয়ে আশ্রম চৌমুহনী এলাকায় গিয়ে শেষ হয়।